অনলাইন ডেস্ক : বিবাহিত ছেলের সঙ্গে আমি কেন প্রেম করবো? প্রেম করলে ব্যাচেলর ছেলের সঙ্গে করবো। আর তাহসান ভাই আমার বড় ভাইয়ের মতো। তিনিও আমাকে ছোট বোনের মতোই দেখেন। তাহসান ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করেছি আমি। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। সেটা প্রেম নয়। সম্প্রতি সেলিব্রেটি শো ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে তাহসানের সঙ্গে নাকী তুমি প্রেম করছো পূর্ণিমার এমন প্রশ্নের জবাবে কথাগুলো বলেন এ সময়ের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম।

এ সময় বিয়ে করার কথা জানতে চাইলে মিম জানান, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। আপাতত কাজ নিয়েই ভাবতে চান। এমন কিছু গল্পে কাজ করতে চান যেগুলোতে অভিনয়ের জায়গা থাকে।

পূর্ণিমার সঙ্গে কথায় কথায় মিম আরও জানান, শুধু গ্লামার চরিত্র নয়, চরিত্রবেজ নন-গ্ল্যামার সব ধরনের ছরিত্রেই কাজ করতে চান তিনি। সেই সঙ্গে সাহিত্য নির্ভর ছবিতেও নিয়মিত কাজ করতে চান। মিম বলেন, ‘জোনাকির আলো আমার অভিনীত সাহিত্য নির্ভর ছবি। এই ছবির মতো সাহিত্য নির্ভর ছবিতে অভিনয় করতে চাই আমি। কারণ এ ধরেনর ছবিতে অভিনয়ের জায়গা বেশি থাকে।’

শাকিব খান এবং কলকাতার জিৎ এ দুই নায়কের বিপরীতেই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে মিমের। এ দুই নায়কের সঙ্গে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি বাজে অভিজ্ঞতা কার সঙ্গে হয়েছে জানতে চাইলে মিম বলেন, ‘দুইজনের কারও সঙ্গে বাজে অভিজ্ঞতা নেই। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার দারুন। তবে শুটিং সেটে জিৎদা কথা বেশি বলেন। আমাকে রাগানোর চেষ্টা করেন। আর শাকিব ভাই চুপচাপ থাকেন।’