দর্পণ স্পাের্টস ডেস্ক :
বেশ কিছুদিন ধরে চলতে থাকা গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুরতোয়াকে দলে টানতে তার বর্তমান ক্লাব চেলসির সঙ্গে সমঝোতায় পৗেঁছেছে রিয়াল মাদ্রিদ। বুধবার দুটি ক্লাবই নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। ব্যক্তিগত বিষয়ে আলোচনা ও মেডিকেল পরীক্ষা শেষে রিয়ালের সঙ্গে ছয় বছরের চুক্তি করবেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী কুরতোয়া। চুক্তির অংশ হিসেবে রিয়ালের ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাচিচ এক মৌসুমের জন্য ধারে চেলসিতে যোগ দিচ্ছেন। এছাড়া সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২৬ বছর বয়সী এই গোলরক্ষককে কিনতে ৩ কোটি ৮৮ লাখ ইউরো গুণতে হচ্ছে রিয়ালেক।
রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের অন্যতম সেরা পারফরমার ছিলেন কুরতোয়া। ২০১১ সালে চেলসিতে যোগ দিয়ে প্রথম তিন মৌসুম ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে কাটানোর পর ২০১৪ সালরে জুনে স্ট্যামফোর্ড ব্রিজে ফেরেন তিনি। চেলসির হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লীগসহ মোট চারটি শিরােপা জেতেন থিবাে।