দর্পণ আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের তামিলনাড়ু রাজ্যের পাঁচবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী এম করুণানিধি মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডিএমকে’র এই নেতা।
তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। খবর : এনডিটিভির
৪৯ বছর বয়সে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হন তামিলনাড়ুর জনপ্রিয় এই রাজনীতিক। তারপর থেকে নির্বাচনে যতবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ততবারই জয় পেয়েছেন তিনি।
বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তামিলনাড়ুসহ দেশের সব দলের পক্ষ থেকেই শোকবার্তা দেয়া হয়েছে এই প্রবীণ নেতার মৃত্যুতে। এর আগে করুণানিধির অবস্থা চরম সঙ্কটজনক, এই খবর পেয়েই চেন্নাই রওনা হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায়। তবে মাঝপথেই তার মৃত্যুসংবাদ পান মমতা।
আনন্দবাজার জানিয়েছে, মেরিনা বিচে করুণানিধির শেষকৃত্য হবে। এই মেরিনা বিচেই অধিকাংশ তামিল রাজনীতিকের সমাধিস্থল রয়েছে। তামিল রাজনীতির আরেক আইকন জয়ললিতাকেও এখানেই সমাধিস্থ করা হয়।
এর আগে গত ১৮ জুলাই হাসপাতালে ভর্তি হন করুণানিধি। তার পরিবারের পক্ষ থেকে জানানাে হয়, শ্বাসনালীতে সমস্যা দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.