অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় করা মামলা থেকে হাসনাত করিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান এই আদেশ দেন।
বুধবার হলি আর্টিজান মামলার চার্জশিট গ্রহণ করেন ট্রাইব্যুনাল। চার্জশিটে তার নাম না থাকায় আইনজীবীরা তাকে অব্যাহতির আবেদন জানান। পরে বিচারক আবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন।
এর ফলে এখন তার মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ মামলায় গত দুই বছর ধরে কারাবন্দি আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। গত জুলাইয়ে দীর্ঘ দুই বছর তদন্ত শেষে হলি আর্টিজান মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হয়। এই মামলায় হাসনাত করিমের সম্পৃক্ততা পায়নি পুলিশ। ফলে সে সময় তাকে মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।