দর্পণ স্পাের্টস ডেস্ক :
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ। প্রথম দিনই খেলতে নামছে ম্যানঞ্চেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, চেলসির মতো ক্লাব। এদের মধ্যে ম্যানইউ-র প্রথম ম্যাচের প্রতিপক্ষ লিস্টার সিটি। টটেনহ্যাম খেলবে নিউক্যাসেলের সঙ্গে। চেলসির সামনে হার্ডাসফিল্ড।
এদিকে মৌসুম শুরু হওয়ার মুখে বেরিয়ে এল চাঞ্চল্যকর এক তথ্য। যেখানে দেখা যাচ্ছে গত মৌসুমে ফেরারি ভুল সিদ্ধান্তর জন্য সবচেয়ে বেশি ভুগতে হয়েছে লিভারপুলকে। আর সবচেয়ে বেশি লাভবান ম্যানঞ্চেস্টার ইউনাইটেড। লিভারপুল গতবার অন্তত ১২ পয়েন্ট হারিয়েছে এমন এমন সব ম্যাচে যেখানে তাদের ন্যায্য গোল বাতিল হয়েছে রেফারির সৌজন্যে। র্অথাৎ ভিডিওতে পরিষ্কার বোঝা গেছে রেফারি ভুল করেছিলেন। আর এই ধরনের বির্তকির্ত পরিবেশে রেফারির ভুলে অন্তত ৬ পয়েন্ট ফাঁক পেয়ে গিয়েছেন হোসে মরিনহো।
এদিকে, ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন মৌসুমে ইংলশি প্রিমিয়ার লীগ জয়ের ব্যাপারে সবচেয়ে এগিয়ে থাকবে য়ুর্গেন ক্লপের লিভারপুলই। প্রসঙ্গত নতুনভাবে দল সাজাতে দ্য রেডস এবার প্রায় দুই হাজার কোটি টাকা খরচ করেছে। যার পরপ্রিক্ষেতিে হোসে মরিনহো র্পযন্ত মন্তব্য করছেনে, ‘লিভারপুল এত খরচ করছে যে পারলে ওরা সবাইকেই প্রায় কিনে নেয়।’ এমনিতে ফুটবল বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এবার না পারলে আর কোন দিন পারবে না লিভা্রপুল। প্রসঙ্গত দ্য রেডস শেষবার ইপিএল জিতেছিল ১৯৯০ সালে। সেই দলের ম্যানেজার ছিলেন বিখ্যাত কেনি ড্যাগলিশ।
এদিকে গতকালই ম্যানঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হোসে মরিনহো ম্যানইউর এই মৌসুমের দল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এখন র্পযন্ত তিনজনকে তারা সই করিয়েছে। মরিনহো মাত্র এই কজনকে পেয়ে সন্তুষ্ট নন তা তার কথাতেই পরিষ্কার বোঝা গেছে।
এমনিতে জুভেন্তাস ও বার্সেলােনা দু’দলই চেয়েছিল পল পগবাকে। চেষ্টাও করেছে প্রচুর। কিন্তু ম্যানইউ জানিয়ে দিয়েছে, কোনভাবইে তারা পগবাকে ছাড়বে না। অথচ ফরাসি বিশ্বকাপ তারকাকে বিপুল মূল্যে দলে নিতে কাকে কাকে এবার ছেড়ে দেয়া হবে তারও ব্যবস্থা করে ফেলেছিল তুরিনের ক্লাব। আর স্পেনের সংবাদ মাধ্যমের খবর, বার্সেলােনাও হাল ছেড়ে দিয়েছেে কারণ এই মুহূর্তে তাদরে পক্ষে পগবার জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করা সম্ভব নয়। কিন্তু ঠিক কাকে কাকে চান মরিনহো? একজনের নাম শোনা যাচ্ছিল। তিনি উইলিয়ন। এদিন এই ব্রাজিলীয় উইঙ্গার পরিষ্কার বলে দিলেন, ‘চেলসিতে আমি খুব ভালই আছি।’ উইলিয়ান রাজি না হলেও বার্সেলােনার ইয়েরি মিনাকে সম্ভবত মরিনহো তার নতুন মৌসুমের দলে পেতে পারেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.