অনলাইন ডেস্ক : একজন মডার্ণ মেয়ে সাবিলা নূর। বিয়ের সাজে বসে আছেন।কান্না বিজড়িত চোখ।দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হচ্ছে তার। কিন্তু বিয়েটা কার সঙ্গে? এমন প্রশ্ন রাখতেই ধারাবাহিক নাটক ‘ফ্যাটমান’ সিরিজের নির্মাতা সাগর জাহান জানালেন, ‘এটা দর্শকরা টিভিতেই দেখুক। এখন আর না বলি।’
গত ঈদুল ফিতরে নাটক ফ্যাটমান প্রচার হয় বাংলাভিশনে। নাটকটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। তার ধারাবাহিকতায় সাগার জাহান এবার নির্মাণ করছেন নাটকটির সিক্যুয়েল ‘ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক’। নাটকটির প্রথম পর্বে দেখা গিয়েছিল সাবিলা নূরের ফেসবুকে একাধিক ছেলে বন্ধু। এর মধ্যে প্রায় সবাই তার প্রেম প্রার্থী। তবে আসল প্রেমের সংজ্ঞা তার অজানা। ফেসবুকেই বন্ধুত্ব হয় ফ্যাটম্যান মোশাররফ করিমের সঙ্গে।
পরে সাবিলা নূরের সঙ্গে কক্সবাজারে দেখা করতে আসেন মোশাররফ। তাদের দু’জনের দেখা হওয়ার পর নানা রকম নাটকীয়তার মধ্যে কাহিনী এগিয়েছিল। অবশেষে ফ্যাটম্যান হয়েও সাবিলাকে সত্যিকারের ভালোবাসাটা বোঝাতে পারে মোশাররফ। এরপরই সাবিলার জীবন থেকে চলে আসেন তিনি।
এবারের সিক্যুয়েলে ঢাকায় সাবিলাকে খোঁজতে আসবে মোশাররফ। এরপর নানা নাটকীয় ঘটনা ঘটতে থাকবে বলেই জানালেন নির্মাতা সাগর জাহান। পরিচালক বলেন,‘গত ফ্যাটম্যানের সাফল্যের পরই এবারের সিক্যুয়েল নির্মাণ করছি। আজ ফ্যাটম্যান শুটিং শেষ হবে। এবারের পর্বটিও দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ বরাবরের মতো বাংলাভিশনের সাত দিনের ঈদ আয়োজনে প্রচার হবে নাটকটি।
ফ্যাটমান ফ্যান্টাস্টিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারুক আহমেদ, আখম হাসান, শানারেই দেবী শানু, নাবিলা ইসলাম, শহীদ উন নবী।