দর্পণ স্পাের্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন রিয়াল মাদ্রিদের হয়ে জ্বলে উঠলেন গ্যারেথ বেলে আর মার্কো আসেনসিয়ো। নজর কাড়লেন ভিনিসিয়াস জুনিয়রও। রিয়াল হারাল রোনাল্ডোর নতুন ক্লাব জুভেন্তাসকে। ৩-১ গোল। যুক্তরাষ্ট্রে হওয়া এই প্রীতি ম্যাচে পর্তুগিজ মহাতারকা অবশ্য খেলেননি।
সবাই জানেন, রিয়ালে রোনাল্ডোর বিকল্প পাওয়া কঠিন। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। নতুনদেরও সুযোগ দিচ্ছি। আর শনিবার রিয়ালের খেলা দখেে মনে হয়েছে, এডেন অ্যাজার বা নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের মতো ফুটবলারকে না পেলেও খুব খারাপ তারা খেলবে না।
এমনিতে খেলার ১২ মিনিটেই দানি কার্ভাহালের আত্মঘাতী গোলের সৌজন্যে জুভেন্তাসই ১-০ এগিয়ে গিয়েছিল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ১-১ করে দেন বেল।
এবারের চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের পর রোনাল্ডো ও বেল দুজনই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। বেলের ব্যাপারটা ছিল অন্য। যা আসলে রিয়ালে নিয়মিত সুযোগ না পাওয়ার ক্ষোভ। কিন্তু জ়িনেদিন জিদান কোচিংয়ের দায়িত্ব ছাড়ায় এবং রোনাল্ডো জুভেন্তাসে চলে যাওয়ায় সব পাল্টে যায়। এখন রিয়ালে বেলই কিন্তু প্রধান স্ট্রাইকার। তার এখন আর ক্লাব ছাড়ার প্রশ্নই ওঠে না। যোগ্যতাও প্রমাণ করতে শুরু করেছেন চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল থেকে। দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়াল কোচ লোপেতেগি বেলকে আর নামাননি তার পরের সময়টায় চোখ জুড়িয়ে দেয়ার মতো ফুটবল খেলেন আসেনসিয়ো ও ভিনিসিয়াস। ৪৭ আর ৫৬ মিনিটে জোড়া গোল করে স্কোর লাইন রিয়ালের পক্ষে ৩-১ করে দেন আসেনসিয়ো। আর ভিনিসিয়াস তার চোরা গতি ও অসাধারণ ড্রিবলিংয়ে বুঝিয়ে দেন কেন তাকে রিয়ল ভালাে খরচ করেই দলে নিয়েছে।