অনলাইন ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারে অনেক ছবিতেই অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী আমির খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মেলা’ ছবির ছোট একটি দৃশ্য ছাড়া একসঙ্গে আর কখনও স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তদের।
এবার দেখা গেল, তবে স্ক্রিন নয়, স্টেজ শেয়ার করতে। তা-ও আবার যেনতেন রূপে নয়, শাহরুখ খান ও কাজল জুটির তুমুল দর্শকনন্দিত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির দুই অসাধারণ চরিত্রে রাজ ও সিমরানের ভূমিকায়। এই দু’জনের ভূমিকায় নেচে দর্শকদের রীতিমতো মুগ্ধ করেছেন আমির খান ও ঐশ্বরিয়া। নাচে তাদের রসায়ন অবাক করেছে অনেককেই।
এরই মধ্যে আমির খানের সঙ্গে ঐশ্বরিয়ার নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, ঐশ্বরিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সময় আমিরের ‘গুলাম’ এবং ‘রঙ্গিলা’র বেশ কিছু কথপোকথন সেখানে বাজতে শোনা যায়।
এদিকে শুক্রবার মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের নতুন ছবি ‘ফান্নে খান’। এ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে স্ক্রিন ভাগাভাগি করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা অনিল কাপুর এবং রাজকুমার রাও।
‘ফান্নে খান’-এ ঐশ্বরিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করে যেমন খুশি অনিল কাপুর, তেমনি ‘অনিল স্যার’ বলে বর্ষীয়ান অভিনেতাকে সম্মোধন করতে কিন্তু ভোলেননি অভিষেকপত্নী।