অনলাইন ডেস্ক : নিরাপদ সড়ক সহ ৯ দফা দাবীর দ্রুত বাস্তবায়ন চেয়ে শনিবার সকাল থেকে বিক্ষোভ, মানব বন্ধন ও সড়ক অবরোধ করেছে পটুয়াখালী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকে সরকারী জুবিলী উচ্চ
বিদ্যালয়ের ছাত্র’রা শহরের সিঙ্গারা পয়েন্ট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করে। পরে তাদের সাথে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীরা যুক্ত হয়। পরে সিঙ্গারা পয়েন্ট চত্বরে মানব বন্ধন করে তারা।
মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে সার্কিট হাউজ প্রঙ্গনে সড়ক অবরোধ করে তারা। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল হাফিজ ও পুলিশের উর্র্ধ্বতন কর্মকর্তারা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয়ার পর দুপুরে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।