সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজে শনিবার নবীনদের নিয়ে শোকাবহ আগষ্ট মাসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে কলেজের নবীন শিক্ষার্থীরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য অর্পণ করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে শোকাবহ আগষ্ট মাসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) কমলেশ মজুমদার,ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিলন।

বক্তব্য রাখেন যুবলীগ সভাপতি বিআরডিবি চেয়ারম্যান জিএম ওসমানী হাসান,ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান,শহিদুল ইসলাম মৃধা,মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার,জেলা পরিষদ সদস্য মোসাঃ শাহিনুর তালুকদার,সহকারী অধ্যাপক মোসাঃ ফেরদৌসি আক্তার,মোঃ বসির উদ্দিন আহম্মেদ,মোঃ বাছির উদ্দিন,প্রভাষক সৈয়দ ওয়ালি উল্লাহ,কবির হোসেন,মোঃ জয়নুল আবেদীন,মোঃ ফখরুল ইসলাম,মোঃ হোসাইন আলী কাজী,দ্বাদশ শ্রেণির ছাত্রী স্বর্না ও একাদশ শ্রেণির ছাত্রী হাফসা আকতার প্রমূখ।