দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ‘অসহায়-অসচ্ছল মানুষের আইনগত সহায়তা প্রদানের নিমিত্তে তৃনমূল পর্যায়ে চলমান কার্যক্রম নিয়ে আইনগত সহায়তায় বিশেষ কমিটির ভূমিকা’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা চৌকি আদালত আইনগত সহায়তা কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এ সভার আয়োজন করে।
কলাপাড়া উপজেলার দেওয়ানী আদালতের জেষ্ঠ্য বিচারক মোহাম্মদ কামাল খাঁনের সভাপতিত্বে এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান। এতে সংস্থার পরিচিতি তুলে ধরেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী কে এম সাইদুর রহমান। ফ্রেন্ডশিপের প্যারা লিগ্যাল কর্মসূচি নিয়ে আলোচনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. এমদাদুল হক।
এ ছাড়া বিষয়ের ওপর মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাথুরাম ভৌমিক, সদস্য সচিব খন্দকার নাসির উদ্দিন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. জিয়াবুল হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ ব্যক্তিবর্গ।