অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ধোবাউড়া মহিলা কলেজের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার ময়মনসিংহের সিলভার ক্যাসেল হোটেলে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় কনক নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কনক ধোবাউড়া বাজারের পপি বস্ত্রালয়ের মালিক পোড়াকান্দুলিয়া ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মৃত রইছ উদ্দিন মাস্টারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে ময়মনসিংহ সিলভার ক্যাসেট হোটেলে বন্ধুদের নিয়ে কনক পালাক্রমে ধর্ষণ করে। পরে মেয়েটির শারীরিক অবস্থা খারাপ দেখে হোটেলে রেখে কনক পালিয়ে যায়। পরে মেয়েটি ময়মনসিংহ কোতোয়ালী থানায় অভিযোগ করলে কোতোয়ালী থানা ধোবাউড়া থানায় রিকুইজিশন পাঠায়। ধোবাউড়া থানার এসআই আব্দুল খালেক বৃহস্পতিবার রাতে সাইফুল ইসলাম কনককে (২৫) ধোবাউড়া বাজার থেকে গ্রেফতার করে। ওই রাতেই পুলিশ ধোবাউড়া থানা থেকে কনককে ময়মনসিংহ নিয়ে যায়।
কতোয়ালী থানার পুলিশ জানায়, মেয়েটির মেডিকেল টেস্টে ধর্ষণ করার বিষয়টি প্রমাণিত হয়েছে। হোটেলে ধর্ষণের ভিডিও ফুটেজও রয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।