অনলাইন ডেস্ক : বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গাড়ি থেকে নেমে কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল অর্থ এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সচিবালয় থেকে দুপুর পৌনে ২টার দিকে বাসায় ফিরছিলেন মন্ত্রী। তখন বাংলামোটর এলাকার রাস্তায় ছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা দুই শিক্ষার্থীর মৃত্যুর জন্য দোষীদের বিচার চেয়ে বলেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। এ সময় তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি’। শিক্ষার্থীরা এ সময় মন্ত্রীকে স্যার সম্বোধন করে সড়ক দুর্ঘটনার কারণগুলো তুলে ধরেন এবং তিনি মনোযোগ দিয়ে শোনেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.