অনলাইন ডেস্ক : ভারতের বিজেপি দলের সাংসদ ও বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার বাড়িতে গুলির শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে শত্রুঘ্ন সিনহার বাড়িতে এ গুলির শব্দ শোনেন স্থানীয়রা।
এ নিয়ে আশঙ্কা ছড়িয়ে পড়লে রোববার পুরো ব্যাপারটি খোলাসা হয়। শত্রুঘ্ন সিনহার নিরাপত্তারক্ষীর সার্ভিস রিভলভার থেকে এ গুলি ছোড়া হয় বলে জানানো হয়। পুরো বিষয়টি আকস্মিকভাবে ঘটে বলে জানা গেছে।
বাড়ির সিকিউরিটি চিফ জানান, ওই কনস্টেবল তার বন্দুক পরিস্কার করছিল। সেই সময়েই এই ঘটনা ঘটে। তবে গুলিতে কেউ আহত হননি বলেই জানিয়েছেন তিনি।
এ সময় শত্রুঘ্ন সিনহা বাড়ি ছিলেন না। এই বিষয়ে তার থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওই কন্সটেবলকে সিকিউরিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বাড়ির ৮ তলায় থাকেন শত্রুঘ্ন সিনহা। জুহুতে অবস্থিত তার এ বাড়ির নাম রামায়ণ।
প্রসঙ্গত বলিউড অভিনেতা হওয়ার পাশাপাশি শত্রুঘ্ন সিনহা বিজেপি একজন সাংসদ। বিহারের লোকসভা কেন্দ্রের সাংসদ হওয়ার পাশাপাশি তিনি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। ২০০৩ সালে তিনি অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন।