সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌর শহররের নতুন বাজার এলাকায় রাস্তার দুই পাশের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুর ২ টায় এ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপদ বিভাগ।এসময় সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী,ঢাকার উর্দ্ধতন আইন কর্মকর্তাসহ পুলিশের বিশেষ একটি দল এই অভিযানে অংশ গ্রহন করেন।
সড়ক ও জনপদ অধিদপ্তরের স্থানীয় কর্মকতারা জানান,ঢাকা থেকে পায়রা সমুদ্র বন্দরে ৪ লেনের কাজ শুরু করার লক্ষে মহাসড়কের দুই পাশে সরকারী জমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রায় দুই শতাধিক ব্যাবসা প্রতিষ্ঠানকে দূর্ঘটনা এড়াতে সরিয়ে নিতে বার বার তাগিদ দেয়া হলেও তারা তা সরিয়ে না নেয়ার প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।