অনলাইন ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে আটি ভাওয়াল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ‘সিক্সটি ফাইভ মনির’ নামে পরিচিত বলে জানিয়েছে র‌্যাব। তিনি রাজধানীর শীর্ষ সন্ত্রাসী বলেও দাবি র‌্যাবের।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, একটি ডাকাতদল কেরানীগঞ্জের আটি ভাওয়াল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে গেলে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গুলি-পাল্টা গুলির ঘটনায় মনির গুলিবিদ্ধ হয়ে মারা যান।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, মনির মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী। সে ‘সিক্সটি ফাইভ মনির’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ ১০টির অধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর মডেল থানার ওসি মোহাম্মদ যুুবায়ের বলেন, মনির রাজধানীতে চাঁদাবাজি করতো।