অনলাইন ডেস্ক : রাজধানীর তুরাগে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার সকালে এ ঘটনা ঘটললেও সারাদিন পর রাত ১১টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়।
তুরাগ থানার পরিদর্শক (অপারেশন) মোঃ দুলাল হোসেন জানান, ওই ছাত্রী তার পরিবারের সঙ্গে তুরাগ এলাকায় থাকে। মেয়েটি স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
তিনি জানান, সকালে স্কুলে যায় যাওয়ার পথে, স্থানীয় বখাটে ফয়সাল ও তার বন্ধু অপু (বয়স ২০/২২) ২ জন মিলে ওই ছাত্রীর পথরোধ করে। তারা তাকে মিথ্যা কথা বলে দলি পাড়ায় অপুদের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে সেখানে ২ বন্ধু মিলে ছাত্রীকে ধর্ষণ করে।
এই ঘটনার পর মেয়েটি বাসায় ফিরে ঘটনাটি পরিবারকে জানায়। তার মা নিজেই বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামি ফয়সাল ও অপুকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।