অনলাইন ডেস্ক : নিজের ভীষণ ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে নিলেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু। আর এটা তিনি করলেন কে টি রামা রাও এর ‘গ্রিন চ্যালেঞ্জ’ এর জন্য। তবে, আপনি কী ধারণা করতে পারেন, পরিবেশবিষয়ক সচেতনতার এই চ্যালেঞ্জে কে তাঁকে সহযোগিতা করলেন?

হ্যাঁ, তিনি আর কেউ নন, মহেশ বাবুর ৬ বছরের কন্যা সিতারা।

গতকাল নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এমনই কিছু আদুরে ছবি পোস্ট করেন এই তেলেগু সুপারস্টার।

সেখানে দেখা যাচ্ছে বাবা-মেয়ের এই অনন্য জুটি গাছের চারা রোপণ করছেন ও তাতে পানি দিচ্ছেন।

তিনটি ছবির সেই কোলাজে ৪২ বছর বয়সী এই মহাতারকা লেখেন, এই চ্যালেঞ্জে আমাকে নমিনেশন দেওয়ার জন্য কে টি রামা রাও মহোদয়কে ধন্যবাদ। একটি সবুজ পৃথিবী ও পরিবেশের জন্য এই উদ্যোগ এখন খুবই জরুরি ও সময়োপযোগী।

পরে তাঁর স্ত্রী নম্রতা শিরোদকারও এই পোস্টটি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন।