সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জের ধরে ৩জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় গতকাল পাথরঘাটা থানায় মামলা করা হয় যার নম্বর ২৫/২০১৮।আহতরা হলো,মজিবুর রহমান (৪৭),আনোয়ার কবির ফিরোজ (৫২) ও নাইম (২২)।
আহত আনোয়ার কবির ফিরোজ জানান,দীর্ঘ ৩০ বছর ধরে আমাদের সাথে জমি নিয়ে আমার চাচাতো ভাই কাওছার এর সাথে বিরোধ চলছিল।এনিয়ে কয়েক দফায় শালিশ হলেও বিরোধ মেটানো সম্ভব হয়নি।ঘটনার দিন বিকেলে আমার জমির মধ্যে অনধিকার প্রবেশ করে দখল করার চেস্টা করিলে আমি বাধা দেই।এসময় কাওছার,আবুবকর ও গোলাম মোর্শেদ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের ৩জনকে জখম করে।
এব্যাপারে চানতে চাইলে কাওছার কুপিয়ে জখম করার কথা অস্বীকার করে জানান,তার বাবার জমি জোরকরে ফিরোজ‘রা দখল করে আছে।উল্টো তাকে ও তার ছেলেকে পিটিয়ে আহ করেছে।তিনি আরও জানান,ফিরোজ‘রা যে জমিতে থাকেন সে জমি আমার বাবার।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবীর আহমেদ জানান, এঘনাছ থানায় লিখিত মামলা করা হেয়েছে।