অনলাইন ডেস্ক : দিনদুপুরে কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর লালমাটিয়ায় তার বাসায় সামনে থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, লালমাটিয়া এলাকার মিনার মসজিদ থেকে পারভেজ জুমার নামাজ পড়ে বের হন। তার সঙ্গে কয়েকজন ব্যক্তিও ছিলেন। এ সময় সি ব্লকের ২৭ নম্বর সড়কে নিজ বাসার দিকে যাচ্ছিলেন পারভেজ। বাসার গেটের সামনে আসার পর রাস্তায় হঠাৎ একটি পাজেরো গাড়ি আসে। তাতে থাকা কয়েকজন যুবক পারভেজকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ দৃশ্য দেখে উপস্থিত মুসল্লিরা হতভম্ব হয়ে যান।

পারভেজ হোসেনের খালাতো ভাই জানান, নিজ বাসার সামনে একটি কালো জিপ দাঁড়ানো ছিল। চারজন লোক তাকে ফলো করছিল। নামাজ শেষে বাসায় ঢোকার সময় ওই চারজনের একজন পারভেজের সঙ্গে হ্যান্ডসেক করেন। এরপর টান দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় তারা।

পুলিশের মোহাম্মদপুর জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ঘটনাস্থলের সামনে একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে।

পারভেজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন (তিতাস-হোমনা) থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কুমিল্লা উত্তরের সভাপতি।

 

বাংলাদেশ জার্নাল/