সাইফুল্লাহ নাসির, বরগুনা প্র্র্রতিনিধিঃ আমতলী-কুয়াকাটা সড়কে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে নারী শিশুসহ ৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আমতলী এলাকার মানিকঝুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতের সবাই মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিলেন।এরা হচ্ছেন শিক্ষিকা সালমা আক্তার (৩৬), চান মিয়া (৫৫), শানু হাওলাদার (৫২) এবং ছয়মাস বয়সী এক শিশু।এছাড়া মাহেন্দ্র চালক হানিফকে (৩০) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর দুই যাত্রীর নাম জানা যায়নি।নিহত সাত জনের ৬ জনের লাশ আমতলী হাসপাতালে রাখা হয়েছে।মাহেন্দ্র চালক হানিফের লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।এ ঘটনায় আরও গুরুতর আহত ৫জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এসব খবরের সত্যতা আমতলী থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বাদল নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আল্লাহর দান নামের একটি বাস (পটুয়াখালী ব-১১০০৩) আমতলী মানিকঝুড়ি সড়কে যাত্রীবাহী মাহেন্দ্র গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতদের সকলের বাড়ি আমতলীর বিভিন্ন এলাকায়।এছাড়া নিহত সালমা আক্তার উপজেলার তারিকাটা সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষকা বলে জানা গেছে।
ইউএনও মোঃ সরোয়ার হোসেন বলেন,নিহত স্বজনদের দাবীর প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল নাসের বলেন,নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।তিনি আরো বলেন,আহতদের চিকিৎসার জন্য সহায়তা দেয়া হবে।