দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর এলাকার লালুয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার নির্বাচনকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। ছিল প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবির উপস্থিতি।
কখনও মেঘ। কখনও বৃষ্টি-এমন আবহাওয়ার মধ্যে লালুয়ার বাঁধ ভাঙ্গা জনপদের ভোটারদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। সকাল আট টা থেকে বিকেল চার টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রিজাইডিং অফিসারদের দেয়া তথ্যমতে মোট প্রাপ্ত ভোট নয় হাজার নয় শ’ ৩৪ ভোট। শতকরা হার ৮৪ ভাগ। এখানকার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮১৫। বিকেল পাঁচটায় এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে। নির্বাচনে চার জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ মেম্বার পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধী ছিলেন। ভোটকে কেন্দ্র করে রাবনাবাদ পাড়ের মানুষের মধ্যে দিনভর বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।