অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের গুহায় থেকে উদ্ধার হওয়া কিশোর ফুটবলাররা শিক্ষানবিশ সন্ন্যাসী হিসেবে দীক্ষা নিতে আগামী ৯ দিন বৌদ্ধ মন্দিরে অবস্থান করবে। আর তাদের ২৫ বছর বয়সী কোচ দীক্ষা নিবেন বৌদ্ধভিক্ষু হিসেবে।

দৈনিক গার্ডিয়ান তার এক প্রতিবেদনে জানিয়েছে, ১১ থেকে ১৬ বছর বয়সী এই কিশোরদের মধ্যে একজন বাদে বাকি সবাই শিক্ষানবিশ সন্ন্যাসী হিসেবে থাকছে মন্দিরে। ১৪ বছর বয়সী কিশোর আদুল সাম অন খ্রিস্টান হওয়ায় সে তাদের সঙ্গে থাকছে না।

কিশোরদের পরিবার প্রতিজ্ঞা করেছিল, উদ্ধার অভিযানে মারা যাওয়া থাই নেভি সিলের সাবেক ডুবুরি সামান কুনান ও অন্যান্য উদ্ধারকারীদের প্রতি সম্মান দেখিয়ে তাদের সন্তানদের মন্দিরে পাঠাবে।

উল্লেখ্য, গুহায় আটকে থাকার ১৭ দিন পর ১০ জুলাই উদ্ধার অভিযান শেষ হয়। তারপর বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজেদের বাড়িতেই অবস্থান করছিল তারা।