অনলাইন ডেস্ক : টিভি নাটকের এ সময়ের অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা অপূর্ব। ধারাবাহিক ও খণ্ড নাটকের শুটিং নিয়ে তার ব্যস্ততার শেষ নেই। বিশেষ করে ঈদের আগের এ সময়টাতে নাটকের শুটিং নিয়ে প্রচুর ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে অভিনেত্রী মিথিলার ঈদ ব্যস্ততাও কম নয়।

এবারের ঈদুল আজহাতেও তার অভিনীত অনেক নাটকই দর্শক বিভিন্ন চ্যানেলে দেখতে পাবেন। বর্তমানে প্রায় একডজন নাটকের শুটিংয়ের জন্য ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন তারা।

সেখানে সরকার রোকন ও শুভর কয়েকটি নাটকে অভিনয় করছেন তারা। আগামী ২৭ জুলাই পর্যন্ত সেখানে নাটকের শুটিং করবেন তারা।

এসব নাটকে অভিনয় প্রসঙ্গে ইন্দোনেশিয়া থেকে অপূর্ব জানান, ‘অনেকগুলো নাটকের প্রজেক্ট নিয়ে ইন্দোনেশিয়ায় এসেছি। গল্পের প্রয়োজনেই এখানে শুটিং হচ্ছে। প্রতিটি নাটকেই আলাদা আলাদা চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক।’

মিথিলা বলেন, ‘অপূর্ব ভাই ও আমি এর আগেও অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছি। সবগুলোই দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছে। আশা করি এ নাটকগুলোও দর্শকদের ভালো লাগবে।’