অনলাইন ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয় ফুটবল পরাশক্তি জুভেন্তাসে পাড়ি জমিয়েছেন রোনালদো।
ক্রিশ্চিয়ানো রোনালদোর এই দলবদল ইতালির ফুটবলের জন্য মঙ্গল বয়ে আনবে বলে মনে করেন প্যারিস সেইন্ট জার্মেই তারকা নেইমার। ইতালীয় ফুটবলের পুরনো জৌলুস ফিরিয়ে আনতে রোনালদোর মতো খেলোয়াড়ের প্রয়োজন ছিল বলেই ধারণা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের।
রিয়াল মাদ্রিদে অসাধারণ নয়টি মৌসুম কাটিয়েছিলেন রোনালদো। প্রতি মৌসুমে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে করেছেন কমপক্ষে ৪০ গোল জিতিয়েছেন ১৫টি বড় শিরোপা। দীর্ঘ দিন রিয়ালের হয়ে খেলা রোনালদো জুভেন্তাসের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েই ক্লাবটিতে যোগ দিলেন।
রোনালদোর এই বদল নিয়ে নেইমার বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর এই জুভেন্তাসে যাওয়া ইতালিয় ফুটবলকেই পাল্টে দেবে। ছেলেবেলায় ইতালীয় ফুটবলকে যেমন দেখতাম আবারও তেমন হবে। ক্রিশ্চিয়ানো রোনালদো একজন গ্রেট খেলোয়াড়, একজন ফুটবল কিংবদন্তি, দারুণ এক প্রতিভা, আর তাই তাকে সম্মান করতে হবে আমাদের। তার এই সিদ্ধান্তে আমি খুশি।