অনলাইন ডেস্ক :
এবার এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। পাসের হার ও জিপিএ- ৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা।
গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ২৮ শতাংশ। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এইচএসসি পরীক্ষায় পাস করেছে ৪৩ হাজার ৮৬১ জন। এদের মধ্যে মেয়ে ২৩ হাজার ৭০ জন এবং ছেলে ২০ হাজার ৭৯১ জন।
অপরদিকে জিপিএ-৫ পেয়েছে ৬৭০ জন। এদের মধ্যে ৩৭০ জন মেয়ে এবং ৩০০ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।এ বছর মোট ৬২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।