দিবাকর সরকার , কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় যৌতুকের দাবীতে দুদিন ধরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে হাবিবা আক্তার কলি (২৭) নামের এক গৃহবধুকে। ১৭ জুলাই সাংবাদিকদের সহযোগিতায় তার ভাই তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

গৃহবধুকে নির্যাতন করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তেতে মঙ্গলবার সংবাদ কর্মিরা হাজির হয় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের রিফিউজি পাড়ার আঃ রহমানের বাড়িতে।

সরেজমিনে গিয়ে কলি কোথায় আছে জানতে চাইলে তোপের মুখে পরে উপস্থিত সংবাদকর্মিরা। কলির শ্বাশুরি জায়েদা বেগম জানায় মঙ্গলবার সকাল ১১ টায় তিনি নিজে তার নাতিসহ পুত্রবধুকে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে গাড়িতে তুলে দিয়েছেন। কিছু সময় পরেই হোন্ডাযোগে কলির আড়াই বছরের একমাত্র শিশুপুত্র তুষারকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামী মো.জামাল হোসেন (২৮)।

এরপরেই বদলে যেতে থাকে দৃশ্যপট, কার পারমিশন নিয়ে সংবাদকর্মিরা এখানে এসেছে এমন প্রশ্ন করে দুর্বব্যবহার করতে থাকেন জামাল। মোবাইল ফোনের মাধ্যমে একে একে ডেকে আনে তার পিতা আঃ রহমান ও আপন ছোট ভাই আবুবকরসহ আরো কয়েকজনকে। সংবাদ কর্মিদের ক্যামেরা বন্ধ রাখতে বাধ্য করে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করতে থাকে। এরপর যখন সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে অবহিত করার কথা জানান, তখন পার্শ্ববর্তী এক বাড়িতে খোঁজ মেলে আহত হাবিবা আক্তার কলির।

সেখানে নির্যাতিতা জানায়, দুইজনার দীর্ঘদিনের ভবালবাসার সম্পর্ক থাকায় ২০১৩ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের, এবং দাম্পত্য জীবনে একটি পুত্রসন্তানেরও জন্ম হয়।

এরই মাঝে কিছুদিন ধরে কলাপাড়া পৌরশহরের ৮ নং ওয়ার্ডে তার বাবার সম্পত্তি বন্ধক রেখে জামাল হোসেনকে টাকা না দেয়ায় কিছুদিন ধরে তার উপর নির্যাতন চালানো হচ্ছে। একাধিকবার মারধরের পর পিত্রালয়ে যেতে চাইলে তাকে টাকা পয়সা স্বর্ণলংঙ্কার নিয়ে পালিয়ে গেছে বলে চুরি মামলার হুমকিও দেয়া হতো। এমনকি খয়রাতির বাচ্চা বলে সংবাকর্মিদের সামনেই কলিকে গালমন্দ করে তার শশুর আঃ রহমান।

এছাড়াও কলিকে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে স্বামী জামাল জানায়, ওর এলার্জি সমস্যা আছে তাই মাথা ও মুখমন্ডল ফুলে গেছে। তবে যৌতুকের বিষয়ে জামাল জানায় ওদের কাছে এমনিতেই টাকা চেয়েছি সেটাকি যৌতুক হয় আপনারাই বলেন। কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান,সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।