অনলাইন ডেস্ক : বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল জিৎ ও মিম অভিনীত কলকাতার ছবি ‘সুলতান’। গতকাল রোববার সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। দৈনিক আমাদের সময় অনলাইনকে এমন তথ্য নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নাসির উদ্দিন দিলু।

‘সুলতান’ সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে। বাংলাদেশে ছবিটি আমদানি করেছেন জাজ মাল্টিমিডিয়া। কলকাতায় ছবিটি গত ঈদে মুক্তি পেলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামী ২০ জুলাই। সিনেমাটি প্রযোজনা করেছে গ্রাসরুট এন্টারটেইনমেন্ট লিমিটেড।

রাজা চন্দ পরিচালিত ‘সুলতান’ ছবিতে জিৎ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন আমান রেজা, প্রিয়াঙ্কা , তাসকিন প্রমুখ।

এ সম্পর্কে ছবিটি আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘একশোর বেশি সিনেমা হলে সুলতান মুক্তি পাবে। ঈদে কলকতায় যতগুলো ছবি মুক্তি পেয়েছিল, তারমধ্যে এই ছবিটি এক নম্বরে ছিল। কলকাতার দর্শকরা ছবিটি গ্রহণ করেছে। আমার বিশ্বাস বাংলাদেশের দর্শকরাও ছবিটি পছন্দ করবে।’