অনলাইন ডেস্ক : অসাবধানতাবশত অনেক সময় চুলে লেগে যেতে পারে চুইংগাম। অনেক সময় আবার অনেকে দুষ্টুমি করেও আরেকজনের চুলে লাগিয়ে দেয় চুইংগাম। তবে যেভাবেই লাগুক না কেন, চুলে একবার চুইংগাম লেগে গেলে সেটা ওঠানো যে রীতিমতো যুদ্ধের সামিল, তা ভুক্তভোগী মাত্রই জানেন।
চুলে আটকে থাকা চুইংগামের হাত থেকে রেহাই পেতে অনেকে বাধ্য হয়ে চুলের গোছা পর্যন্ত কেটে ফেলেন। তবে এ ঝক্কি আর পোহাতে হবে না আপনাকে। খুব সহজেই চুল থেকে ছাড়াতে পারবেন চুইংগাম। আর এর জন্য দরকার হবে একটু লবণ আর কয়েক টুকরো বরফ।
প্রথমেই মনে রাখতে হবে— চুলে চুইংগাম আটকে গেলে তা জোর করে চুল থেকে ছাড়ানোর চেষ্টা করা যাবে না। এতে চুইংগামটি আরও বেশি করে চুলে আটকে যাবে। চুল থেকে চুইংগাম ছাড়ানোর জন্য চুলকে প্রথমে একটু লবণ-পানিতে ভিজিয়ে নিতে হবে। লবণমিশ্রিত পানিতে চুল ভেজালে চুলের তাপমাত্রা কমে আসবে। এরপর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরো ঘষতে হবে। লবণ-পানির প্রভাবে চুলের তাপমাত্রা কম থাকায় বরফ গলতে সময় লাগবে এবং বরফ ভালোভাবে কাজ করবে। আর বরফের প্রভাবে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে যাবে চুইংগামের টুকরোটি, যা সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে। ফলে আর চুল কেটে চুইংগাম আলাদা করতে হবে না!
এ ছাড়াও চুলে আটকে থাকা চুইংগাম কোকাকোলা দিয়ে ভেজালে অল্প সময়ের মধ্যেই সেটি চুল থেকে আলাদা হয়ে যাবে।