অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক বিধবাকে (৩৮) জোরপূর্বক ধর্ষণ করার সময় শাহীন আলীকে (৪৫) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার নগর ইউনিয়নের তালশো গ্রামে এ ঘটনা ঘটে।
শাহীন উপজেলার কুরশাইট গ্রামের চাঁদ মোহাম্মদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ জানান, বৃহস্পতিবার বিকালে ওই নারী বড়াইগ্রাম হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তালশো ও বড়দেহা গ্রামের মধ্যবর্তী ফাঁকা রাস্তায় শাহীন আলী জোরপূর্বক ঝোপের মধ্যে নিয়ে নারীর মুখে গামছা বেঁধে ধর্ষণ করে।
এ সময় ওই বিধবার গোঙানির শব্দে পথচারীরা গিয়ে শাহীনকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদস্ত) সৈকত হাসান জানান, এ ব্যাপারে রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সূত্র : যুগান্তর