এসকে আব্দুল্লা, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে আইন শৃংখলা সভায় বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজ ক্যাম্পাস মাদকের অভয়াশ্রমের বিষয়টি আলোচনায় উঠে আসে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও র‌্যাবের প্রতিনিধিরা কলেজ ক্যাম্পাসের হিরোইন, ঈয়াবা ও গাঁজা সেবনের স্পট গুলো পরিদর্শন শেষে অধ্যক্ষে কক্ষে বসে র‌্যাবের এএসপি আজমুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন যৌথভাবে বিষয়টি জরুরী ভিত্তিতে দেখার কথা বলেন। এরপরও ক্যাম্পাসর ওই সকল স্থানে মাদক সেবন চলায় আইন শৃংখলা সভায় বিষয়টি উঠে আসে। এতে কলেজ অধ্যক্ষ মোঃ রেজাউল করিমকে সভায় ডেকে জানতে চাইলে তিনি তার প্রতিষ্ঠান মাদকমুক্ত বলে দাবি করেন। বিষয়কে ঢাকতে ওই কলেজের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ চত্বর থেকে র‌্যালী বেড় হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালীতে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, শাহিদা আকতার মিতা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন, মৎস্য সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, ওই কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম ছাড়াও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। ওই সময় “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানে উপজেলা পরিষদ চত্বর মুখোরিত করে তুলেন তারা।