অনলাইন ডেস্ক : চোখে কাজল দেন না এমন নারীদের সংখ্যা নিতান্তই কম।কারণ নারীর সাজের অন্যতম অনুসঙ্গ হচ্ছে কাজল। তবে কাজল দিয়ে বিপাকে পড়েন অনেকে। কারণ কাজল লেপটে যায়।

সকালে কাজল দিয়ে বাসা থেকে বের হবার পর বিকেলে বাড়ি ফেরার পর আর নিজেকে চিনতে পারেন না?

আসুন জেনে নেই কাজল লেপটে গেলে কি করবেন।

কাজল দেয়ার পূর্বে

কাজল দেয়ার পূর্বে নিজের চেহারা ভালো করে পরিষ্কার করে নিন।

চোখের কোনা টিস্যু দিয়ে মুছে নিন

কাজল লাগানোর আগে চোখের কোন, চোখের উপরের অংশ ভালো করে টিস্যু দিয়ে মুছে নিন। এতে ঘাম, অতিরিক্তি তেল শুষে নেবে। কাজল লেপটে যাবে না। যদি তাতেও কাজ না হয় মুখে একটু বরফ ঘষে নিন। ত্বক কম তৈলাক্ত হবে।

ঠিকভাবে কাজল দিন

ঠিকভাবে কাজল দিন। চোখের পাপড়ির বাইরের অংশ থেকে কাজল পেন্সিল লাগানো শুরু করে ভেতরের অংশে যান। এর উল্টোটা করলেই সমস্যা হবে।এছাড়া আইশ্যাডো দিয়ে কাজলের উপর হালকা একটু শেড দিন। অনেকক্ষণ টিকবে। লেপটেও যাবে না।

প্রাইমারি বেস

কাজল লাগানোর আগে কখনোই প্রাইমারি বেস করতে ভুলবেন না। এর ফলে কাজল লাগানোও অনেক সুন্দর হবে। ফলে কাজলটি থাকবে অবিচল।

পাউডার

কাজল লাগানোর আগে চোখের কোনে বেশি করে পাউডার দিন। কাজল লাগানোর পর অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলুন।

কাজলের রেখা টানুন

কাজল লাগানোর সময় চোখের বাইরের কোন থেকে ভিতরের কোনে কাজলের রেখা টানুন। ভিতর থেকে বাইরের দিকে রেখা টানলে চোখের জলে আরও বেশি লেপটে যেতে পারে কাজল।

এছাড়া কাজল লাগানোর পর কালো আইশ্যাডো দিয়ে ফিনিশিং লুক দিন। এতে স্মাজ করলেও যেমন বোঝা যাবে না তেমনই স্মোকি লুক আসবে।

কটন সোয়াব

সবকিছুর পরও কাজল লেপটে যেতেই পারে। এ সমস্যার তাৎক্ষণিক সমাধানে নিজের সঙ্গে কটন সোয়াব রাখুন। এক মুহূর্তেই লেপটে যাওয়া কাজল মুছে ফেলুন।