অনলাইন ডেস্ক :
খেলা শুরুর ৫ মিনিটের মধ্যে গোল করে এগিয়ে গেল ইংল্যান্ড। ডি বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রিকিকে ইংল্যান্ডকে এগিয়ে নেন কাইরান ত্রিপিয়ার।
রাশিয়ার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালেল কেবল শুরু। পাঁচ মিনিটের মাথায় বক্সের বাইরে ইংল্যান্ড ফুটবলার ডেল আলিকে ফাউল করেন মডরিচ। ফ্রি কিক পেয়ে যায় ইংল্যান্ড। কিন্তু শুরুর ওই ফ্রি কিক হয়তো বেশি গুরুত্বের সঙ্গে নেয়নি কেউ। আর তা থেকে দারুণ গোল করে ১-০ গোলের লিড এনে দিলেন ট্রিপার। ওই গোলেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ইংল্যান্ড।
ক্রোয়েশিয়ার খেলোয়াররা আজ ঠিক জ্বলে উঠতে পারেননি এখনও পর্যন্ত। বরং ইংল্যান্ড দল তাদের দুর্দান্ত গতি দিয়ে একের পর এক আক্রমন করে যাচ্ছেন। এতক্ষনে ৩-০ গোলে তাদের এগিয়ে যাওয়ার কথা ছিল। খেলার বর্তমান অবস্থা দ্বিতীয়ার্ধে বজায় থাকলে ক্রোয়েশিয়ার জালে আরও কয়েকটি গোল দর্শক দেখতে পাবে তা নিশ্চিত বলা যায়।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ কিছু ফ্রি কিক দেখেছে ফুটবল বিশ্ব। ফ্রি কিক থেকে গোল করেছেন রোনালদো। আরও কিছু দারুণ গোল হয়েছে ফ্রি কিক থেকে। কিন্তু নকআউট পর্বে ফ্রি কিক থেকে আর গোল পায়নি কোন দল। শেষ সেমিফাইনালে সেই বাধা পেরুলেন ট্রিপার। চোখ ধাধানো এক গোল করলেন এই ইংলিশ ফুটবলার।
বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের এই লড়াই শুরু হয়েছে।
২০ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপের আবার সেমিফাইনাল মঞ্চে পা রেখেছে ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের জন্যেও অপেক্ষাটা কিছু কম নয়। শেষবার ইংল্যান্ড সেমিফাইনাল খেলেছিল বার্লিন দেয়াল ভাঙার আগের বছর। ১৯৯০ এর পরে কেটে গেছে আরো ২৮ বছর; এই সময়ে আর সেমিফাইনাল খেলেনি তারা। আজকের এই সেমিফাইনাল তাই সীমাহীন মাহাত্ম নিয়ে হাজির হয়েছে দুই দলের কাছেই।
ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির ভীড়ে হয়তো কেউ কল্পনাও করেনি এদের টপকে সেমিতে খেলতে নামবে ক্রোয়েশিয়া-ইংল্যান্ড। কিন্তু দুই দল তাদের দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য দিয়েই এতদূর এসেছে। দ্বিতীয় পর্ব এবং কোয়ার্টার ফাইনালের দুটো ম্যাচেই ১২০ মিনিট শেষে টাইব্রেকার জিতে সেমিতে এসেছে ক্রোয়েশিয়া। অন্যদিকে দ্বিতীয় পর্বে বিশ্বকাপে নিজেদের টাইব্রেকার দুঃস্বপ্নকে জয় করেছে ইংল্যান্ড।