অনলাইন ডেস্ক : শাকিব খান অভিনীত ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করতে এখন বাংলাদেশে কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি। এই ছবিতে আরও রয়েছেন চিত্রনায়িকা বুবলী। এর আগে কক্সবাজারের দৃষ্টিনন্দন জায়গায় পায়েল ছবিটির শুটিং করেছেন। আর গত শনিবার শাকিবের সঙ্গে একটি পার্টি গানে বার ড্যান্সার রূপে তিনি শুটিংয়ে অংশ নিলেন এফডিসির ৩ নম্বর ফ্লোরে। পায়েল বলেন, ‘আসলে ৯ তারিখ পর্যন্তই আমার শুটিং করার কথা ছিল। তারপর কলকাতা ফিরে যাব ভেবেছিলাম, একটু দেরি হয়ে গেল। আজ ছবিতে আমি শাকিবের সঙ্গে বার গার্ল হিসেবে এই পার্টি গানে অংশ নিচ্ছি। ছবিতে শাকিবের সঙ্গে রোমান্সও রয়েছে। একটা বড় জার্নি রয়েছে আমার। বেশ ভালো একটা প্রজেক্ট। আমার জন্য শুভকামনা রাখবেন।’ জানা যায়, অচিরেই বাংলাদেশে তিনি শুরু করবেন ‘বয়ফ্রেন্ড’ ছবির শুটিং। তার বিপরীতে রয়েছেন অভিনেতা তাসকিন। পায়েল এই পর্যন্ত কলকাতায় পাঁচটি ছবিতে কাজ করেছেন। যেগুলো সেখানকার সমালোচকদের প্রশংসাও পায়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.