অনলাইন ডেস্ক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮) পটুয়াখালী ক্যাম্প’র সদস্যরা রবিবার (৮জুলাই) সকালে দুমকির পাগলা এলাকা থেকে ৭’শ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার সহ সাইফুল ইসলাম রাসেলকে
(৩০) গ্রেফতার করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকীর পাগলার মোড় এলাকায় ফেন্সিডিল বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যরা সাইফুল ইসলাম রাসেলকে আটক করে। রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যাবহৃত প্রাইভেট কার (চট্ট-মেট্টো-ভ-০২-০৯৪৯) থেকে ৭’শ বোতল ফেন্সিডিল
উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুমকি থানায় একটি
মামলা দায়ের করেছে।