যাদব চন্দ্র রায়,বিভাগীয় ব্যুরো চীফ, রংপুর :১০ জানুয়ারী মঙ্গলবার দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন অফিস দিনাজপুরের বাস্তবায়নে নাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য-শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সড়ক দূর্ঘটনার নিরাপত্তা, পানিতে ডুবা এবং জলপথ নিরাপত্তা তৈরী গণসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ মোকাদ্দেস। প্রজেক্টরের মাধ্যমে তথ্যভিত্তিক উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কাওছার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, মমিনুল ইসলাম, মকসেদ আলী রানা, সাংবাদিক গোলাম নবী দুলাল, রেজাউল করিম রঞ্জু, সালাউদ্দিন আহমেদ, ব্রাক এর প্রতিনিধি শান্ত কুমার ভৌমিক, শিক্ষক আহমেদ আলী আজাদ। বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর ৭০ হাজার মানুষ বিভিন্নভাবে আহত হচ্ছে। এছাড়া সড়ক দূর্ঘটনার শিকার হয়ে অনেকে পঙ্গুত্ব জীবন-যাপন করছে। চালক এবং পথচারী সচেতন হলে দূর্ঘটনা অনেকাংশ কমে আসবে। সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিই পারে টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে। আসুন আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে এসব বিষয়ে সাধারন মানুষকে সচেতন করি।