বাংলাদেশ-ভারত বাস সার্ভিস পুনরায় চালু

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। শুক্রবার (১০ জুন) এই বাস সার্ভিস চালু হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, আগরতলা-আখাউড়া ও হরিদাসপুর-বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস শুক্রবার (১০ জুন) সকালে পুনরায় শুরু হয়েছে। কোভিড মহামারির কারণে এই বাস সার্ভিস প্রায় দুই বছর ধরে স্থগিত ছিল যা আবার চালু হওয়ায় পর্যটন বৃদ্ধি পাবে এবং মানুষে মানুষে সম্পর্ক জোরালো হবে।
ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি-তামাবিল চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপেরেশনের (বিআরটিসি) নিয়ন্ত্রণাধীন শ্যামলী এন. আর ট্রাভেলসের এই সার্ভিস মোট দু’টি রুটে চলবে।

ভারত থেকে প্রতিদিন সকাল ৭টায় সল্ট লেকের করুণাময়ীর কাউন্টার থেকে বাস ছাড়বে। অন্যদিকে ঢাকা থেকেও একই সময় ছাড়বে বাস। কলকাতা থেকে শ্যামলী পরিবহনের বাস সোম, বুধ ও শুক্রবার চলবে। আর ঢাকা থেকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কলকাতার উদ্দেশে বাস ছাড়বে।

কলকাতা থেকে বাকি তিন দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই পথে বাস চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)। রোববার কোনো দেশেরই বাস চলবে না।