দর্পণ ডেস্ক : ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতিনিধিদল রুশ প্রতিনিধিদলের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে। ইউক্রেনের পক্ষ থেকে তাদের এজেন্ডা সম্পর্কে বলা হয়েছে, যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনাদের সরিয়ে নেয়া। এর আগে জানানো হয়েছিল, লজিস্টিক্যাল এবং নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে আলোচনা স্থগিত রাখা হয়েছে।
এদিকে বেলারুশ বলেছে, ইউক্রেনীয় এবং রুশ প্রতিনিধিদের মধ্যে আলোচনার জন্য একটি স্থান প্রস্তুত করা হয়েছে। বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো কিয়েভে আগ্রাসনে যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত বলে খবর বেরিয়েছে। তারপরও ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তের কাছের একটি স্থানে কূটনীতিকদের পাঠাল কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনায় কোনো ফলাফল আসবে বলে তিনি মনে করেন না। তবে তাদের চেষ্টা করতে দিতে চান তিনি। সূত্র : বিবিসি।