দর্পণ ডেস্ক : রাশিয়ায় আবারও বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৬ অক্টোবর) ইয়েকাতেরিনবার্গ শহরে এ ঘটনা ঘটে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এ তথ্য জানায়। এক বিবৃতিতে কমিটি জানায়, ওই ১৮ জন মিথেনলযুক্ত মদ পান করেন, যা সাধারণত শিল্প-কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। যে কারণে তাদের মৃত্যু হয়। ভুক্তভোগীরা ০৭-১৪ অক্টোবরের মধ্যে একদল লোকের কাছ থেকে এ অ্যালকোহল আনেন। এরই মধ্যে ওই দলের দু’জনকে আটক করা হয়েছে। এর আগে, এক তদন্তে বেরিয়ে আসে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে বিষাক্ত মদ পানে ৩৪ জনের মৃত্যু হয়। অতীতেও অ্যালকোহল পানে রাশিয়ায় গণমৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০১৬ সালে সাইবেরিয়ায় মিথেনলযুক্ত অ্যালকোহল পানে ৭৭ জনের মৃত্যু হয়েছিল সূত্র : রয়টার্স