গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা:  পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেয়ার ১০ দিন পর মারা গেল সেই মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (২২)। আজ শনিবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেল রাকিবুল।

এর আগে ২৮ জুলাই বুধবার রাত ৯টার দিকে তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের
ঢালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম
সাধারন সম্পাদক রাকিবুল (২২)’র ডান হাতের কব্জি কর্তন করে প্রতিপক্ষ
গ্রুপ। এসময় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ও তার ভাই রায়হান
গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া
হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ও রায়হানকে উন্নত
চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
বৃহস্পতিবার সকালে রাকিবুলকে মূমূর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে
প্রেরন করা হয়। পরে অবস্থার অবনতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
আইসিইউতে থাকা অবস্থায় আজ শনিবার বেলা ১১টায় রাকিবুল মৃত্যুর কোলে ঢলে
পড়ে। এ ঘটনায় রাকিবুল ইসলামের মা রাহিমা বেগম ২৯ জুলাই রাতে কলাপাড়া
থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভূক্ত আসামি নোমান
হাওলাদার, খলিল হাওলাদার, নয়ন বয়াতী ও রুবেল সিকদারকে গ্রেফতার সহ
সন্ত্রাসী হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় কেন্দ্রীয়
ছাত্রলীগ মিঠাগঞ্জ ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলামকে সংগঠন থেকে বহিস্কার
করে।

স্থানীয়রা জানান, মিঠাগঞ্জের ত্রাস খ্যাত রায়হান ও তাঁর ভাই তরিকুলের
নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী তেগাছিয়া বাজার, আজিমদ্দিন, মেলাপাড়া,
সাফাখালীতে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের ক্যাডার পরিচয়ে ত্রাস করে আসছে। এরা
প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র  সালিশ, সরকারি খাল দখল, মাছের ঘের দখল
করলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে মামলার চার
আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী তরিকুল সহ বাকি আসামি
গ্রেফতারের চেষ্টা চলছে।