গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা: বাংলাদেশ ছাত্রলীগের  আদর্শ ও শৃংখলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুলকে সংগঠন থেকে বহিস্কার করেছে ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয় ও সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে বহিস্কারের বিষয়টি
জানানো হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার বহিস্কারের সত্যতা
স্বীকার করে বলেন, ’ছাত্রলীগের কেউ দলের আদর্শ ও শৃংখলা পরিপন্থী
কর্মকান্ডে জড়িত থাকলে তাকে সংগঠন থেকে বহিস্কার সহ তার বিরুদ্ধে আইনী
পদক্ষেপ নেয়া হবে।’

প্রসংগত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত ৯টায় তেগাছিয়া বাজার
সংলগ্ন ব্রিজের ঢালে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল’র
ডান হাতের কব্জি কর্তন করে সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানের নেতৃত্বে
একটি ক্যাডার গ্রুপ।  ঘটনার পর পর স্থানীয়রা আহত রাকিবুলকে চিকিৎসার জন্য
কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত
চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বৃহস্পতিবার সকালে রাকিবুলকে বরিশাল থেকে মূমূর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু
হাসপাতালে প্রেরন করা হয়েছে। বর্তমানে রাকিবুল পঙ্গু হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে। এখনও তার শংকা কাটেনি।