দর্পণ ডেস্ক : নির্বাচনের ঠিক তিনদিন আগে এক মঞ্চে দেখা গেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং এবারের প্রার্থী জো বাইডেনকে। ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত পেনসিলভেনিয়া ও মিশিগানে শনিবার বাইডেনের প্রচারে অংশ নেন ওবামা। আসন্ন নির্বাচনের প্রচারে তাদের দু’জনকে এক মঞ্চে দেখা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

মিশিগানের ফ্লিন্ট ও ডেট্রয়েটে বাইডেনের প্রচারে অংশ নেন ওবামা। ফ্লিন্টে জো বাইডেন বলেন, ‘আমরা এই ভাইরাসকে পরাজিত করবো। এটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবো। তবে তার প্রথম পদক্ষেপ হবে ট্রাম্পকে পরাজিত করা।’

এদিন পেলসেলভেনিয়ায় চারটি সমাবেশে অংশ নেন ট্রাম্প। রাজ্যটিতে এখনও সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।

নির্বাচনি প্রচারের শেষ মুহূর্তে দুই প্রার্থীই মধ্য-পশ্চিমাঞ্চলীয় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এই রাজ্যগুলোর ভোট নির্বাচনে জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

এখন পর্যন্ত সর্বশেষ জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে কয়েকটি রাজ্যে এই ব্যবধান খুবই সামান্য। চূড়ান্ত ফল নির্ধারণের ক্ষেত্রে এসব রাজ্যের ভোটারদের বড় ভূমিকা থাকবে বলে প্রতীয়মান হচ্ছে।

এরইমধ্যে সাড়ে আট কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন। সব মিলিয়ে গত এক শতকের মধ্যে এবারই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়তে যাচ্ছে।