দর্পণ ডেস্ক : বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই পদত্যাগ করছেন চীনে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্ট্যাড। আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। বেইজিংয়ে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন টেরি ব্রানস্ট্যাড।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ব্রানস্ট্যাড চীন ছাড়বেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বেশ কিছু বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। চীন সরকার গত শুক্রবার ঘোষণা দিয়েছে তারা চীনের অভ্যন্তরে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানরত বেইজিংয়ের কূটনীতিকদের ওপর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন এবং মার্কিন জনগণের স্বার্থে কাজ করায় ব্রানস্ট্যাডের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তবে চীনে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কারণ কিংবা তার পরিবর্তে কে আসবে সে বিষয়ে কোনো কিছু জানাননি মাইক পম্পেও।