দর্পণ ডেস্ক : তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ভূমধ্যসাগরের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে। আর এমন পরিস্থিতির মধ্যেই প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম কেনাসহ সামরিক বাহিনীর শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস।

তিনি জানান, ফ্রান্স থেকে ১৮টি রাফালে যুদ্ধবিমান, চারটি মাল্টিপারপাস ফ্রিগেট এবং চারটি নেভি হেলিকপ্টার কেনা হবে বলে ।

আরও ১৫ হাজার সেনা রিক্রুটের ঘোষণা দিয়ে গ্রিক প্রধানমন্ত্রী বলেন, ট্যাংক বিধ্বংসী নতুন অস্ত্র, নেভি টর্পেডো এবং বিমান বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র কেনা হবে। নতুন চারটি ফ্রিগেট আপডেট করা হবে। এতে কয়েক হাজার কর্মসংস্থানও হবে।
সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, রবিবার সংবাদ সম্মেলনে এসব অস্ত্র ক্রয়ের খরচ এবং কোন কোন দেশ থেকে সেগুলো কেনা হবে তা বিস্তারিত তুলে ধরা হবে।