দর্পণ ডেস্ক : ইউএস ওপেনের ফাইনালে নাম লিখিয়েছেন টেনিসের দুই সেনসেশন ডমিনিক টিম ও আলেকজান্ডার জভরেভ। প্রথম অস্ট্রিয়ান হিসেবে ইউএস ওপেনের ফাইনালে টিম। আর ২৬ বছর পর প্রথম জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন জভরেভ। আগামীকাল রোববার ফাইনালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের লড়াইয়ে নামবেন টিয়েম-জভরেভ।

গত শুক্রবার রাতে প্রথম সেমিফাইনালে জভরেভ পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েছেন স্পেনের পাবলো কারেনো বুস্তাকে। প্রথম দুই সেটে হেরে গিয়েও দুর্দান্তভাবে পরের তিন সেট জিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেন জভরেভ। র‌্যাঙ্কিংয়ের ২১ নম্বর তারকা বুস্তার বিপক্ষে সাত নম্বরে থাকা জভরেভের জয়টা ৬-৩, ৬-২, ৩-৬, ৪-৬ ও ৩-৬ গেমে।

দ্বিতীয় সেমিতে তিন নম্বর তারকা ডমিনিক টিয়েম সরাসরি সেটে ৬-২, ৭-৬ (৯-৭) ও ৭-৬ (৭-৫) হারিয়ে দেন গত আসরের ফাইনালিস্ট দানিল মেদভেদেভকে। ২৪ বছর বয়সী রাশিয়ান তারকা মেদভেদেভ প্রথম সেটে প্রতিদ্বন্দ্বীতা করতে না পারলেও পরের দুই সেটে প্রতিরোধ গড়েন। শেষের দুই সেটই গড়ায় টাইব্রেকারে।

র‌্যাঙ্কিংয়ের পাঁচে থাকা মেদভেদেভ টাইব্রেকারে পেরে ওঠেননি এর আগে তিনটি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলা টিয়েমের বিপক্ষে।