দর্পণ ডেস্ক : চীনে থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ছাড়িয়ে গেছে। ওয়াল্ডোমিটারের সর্বশেষ তথ্য আনুযায়ী এ মহামারিতে বিশ্বব্যাপী মোট ৯ লাখ ৮ হাজার ৬১৫ জন প্রাণ হারিয়েছেন এবং ২ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ১২০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসির।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের দেশগুলোতে মোট ৩ লাখ ৩৪০ জন কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন। এর পরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে ২ লাখ ১৯ হাজার ৬১৬ জন করোনায় মারা গেছেন। তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের এবং সংক্রমিত হয়েছেন ৬৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ হাজার ১১৯ জনে এবং ৪৪ লাখ ৭০ হাজার ১৬৬ জন সংক্রমিত হয়েছেন। তাছাড়া তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবং তার পরেই রাশিয়ার অবস্থান।