দর্পণ ডেস্ক : ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক শান্তিচুক্তিতে মধ্যস্থতা করায় শান্তি পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।

ফক্স নিউজের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, নরওয়ের রাজনীতিবিদ টিব্রিং-জেড্ডে এ বছর নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেন। দেশটির নির্বাচিত চার বারে সংসদ সদস্য টিব্রিং-জেড্ডে বলেন, আমি মনে করি, বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত প্রার্থীদের চেয়েও বেশি চেষ্টা করেছেন তিনি।

এর আগে গত ১১ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই দুই দেশের ‘ঐতিহাসিক চুক্তির’ কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে কোনো আরব দেশের এই চুক্তি ১৯৪৮ সালে দেশটির স্বাধীনতা ঘোষণার পর মাত্র তৃতীয় ঘটনা। সূত্র : স্কাই নিউজ।