দর্পণ ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট হ্যাকের শিকার হয়েছে। এ খবরের সত্যতা নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ নিয়ে জোর তদন্ত চালু করেছে তারা। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। খবরে জানানো হয়েছে, হ্যাকের পর নরেন্দ্র মোদির একাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট করা হয়। এতে বলা হয়, ত্রাণ তহবিলে ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্থ দিন। বিষয়টিকে গত জুলাই মাসের টুইটার হ্যাকের সঙ্গে সম্পর্কিত ধারণা করা হচ্ছে। সেবার একইরকমভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেনসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

হ্যাকের পর সেসব একাউন্ট থেকে যে ধরনের টুইট করা হয় তার সঙ্গে মোদির একাউন্ট থেকে প্রকাশিত টুইট পুরোপুরি সদৃশ। এ নিয়ে টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, আমরা সক্রিয়ভাবে তদন্ত করে দেখছি। এই মুহূর্তে আমরা বলতে পারব না আর কোনো অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিনা। হ্যাকের পর যেসব টুইট করা হয়েছিল মোদির একাউন্ট থেকে তা মুছে দিয়েছে টুইটার।