নাটোর প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রামে বিশিষ্ট চাল ব্যবসায়ী শরীফুল ইসলাম (৫৬) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার সাড়ে ৩টার দিকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শরীফুল ইসলাম উপজেলা মাহিষভাঙ্গা গ্রামের মরহুম আনোয়ারুল হকের পুত্র ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের জ্যাঠাতো ভাই। এছাড়া তিনি বনপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার পারিবারিক সূত্রে জানা যায়, তার করোনা উপসর্গ দেখা দিলে হাসপাতালে টেস্ট করার পর করোনা পজিটিভ আসে। নাটোর সদর হাসপাতালের আর.এম.ও ডাঃ মঞ্জুর রহমান তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তার উন্নত চিকিৎসার জন্য ১৫ আগস্ট ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।