এ্যাডঃ মোঃ রেজাউল করিম মিঞা
এম কম, এমবিএ, আইটিপি, এলএলবি

বয়স বাড়লে মানুষ পরিপক্ক হয়, চুল -দাঁড়ি পেকে সাদা হতে থাকে, সাথে বৃদ্ধি পায় জ্ঞান
আবার দেখা যায় বয়সের সাথে, অনেককে ধরে ভীম রতিতে, হয় অ-জ্ঞান ।

বয়স বাড়ে দিন গেলে, ওজন বাড়ে বেশী খেলে, সাধনা হয়না, সময় গেলে
বিজ্ঞানের আবিস্কার শব্দ ভেসে বেড়ায় বাতাসে, এখন আর কাউকেই রাখা যাবে না পিছনে ফেলে।

সত্য সাহস যোগাবে মাথা উচুঁ করে দাঁড়াবার, মিথ্যা অহমিকা তোমাকে দুমরে মুচরে ফিরিয়ে দিবে নীড়ে
মিথ্যার বেড়াজালে সত্যকে আড়াল না করে, নিরবে নিঃশব্দে দেখবে চিন্তা করে।

তোমার নিজের অন্ধকার ঘোঁচাতে, অর্থবিত্ত ও বৃথা অভিনয়ে সকলের গায়ে দিলে দুগর্ন্ধযুক্ত কাঁদা
হীনমনে অন্যকে ছোট করে,শ্রদ্ধা, ভালবাসা, স্নেহ সবই তো দিলে হারিয়ে, লেগেছে কিসের ধাঁধা।

অবৈধ অর্থ দ্বারা তৈরী ধন-সম্পদ তোমার জীবনেই ভেসে যাবে বানের পানিতে
তোমার অভিশপ্ত জীবন পরিপূর্ণ হয়েডুবে যাবে পৃথিবীর সকল পাপ আর গ্লানিতে।

তোমার অন্যায় বুঝবে শুধুই তুমি, রোগ শোকে কাতর হয়ে শুধুই বাড়বে পাপের বোঝা
শেষ বয়সে বিছানায় শুয়ে দিন রাত কুড়েঁ কড়েঁ খাবে নিজেকে, পাবেনা কোন ওঝাঁ।

ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, তথা গোটা বিশে^র, সকলকে কর সত্য ও ন্যায়ের পথে আহবান
সত্যতে লুকিয়ে রেখে, ন্যায়কে বির্সজন দিয়ে আর কেউ যেন না হয়অ-জ্ঞান।

তুমিই তো কালের স্বাক্ষী হয়ে আছো, দেখেছো অনেকেই পৃথিবী ছেড়ে পরপারে চলে গিয়েছে
গাড়ী, বাড়ী , টাকা -পয়সা, এমন কি সংগের সাথীকে কি কেউ কবরে নিতে পেরেছে ।


সময় নেই আসছে আগামীর সূর্য্য জালাও জ্ঞানের প্রদীপ এখনই করো শুরু
সু-বুদ্ধি খাঁটাও, তাতে প্রজ্জলিত হবে পৃথিবীর আলো,ভালো কৃতকর্মে তুমিই হবে গুরু।

হাজারোও মানুষের ভীড়ে, বাক রুদ্ধ হলে, শ্রদ্ধায় অবনত মানুষদেখবেতোমায়,
তখন বয়স হবে অলংকার, জ্ঞান হবে আলোর প্রদীপ, তুমি তো ছিলে সত্যের ছোয়ারে সমর,
প্রমাণে যদি মিলে ভালো কর্মই ছিল তোমার, মৃত্যর পরেও থাকবে হয়ে চির স্বরণীয়, চির অমর।